রিকশা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আলেম ও ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। তিনি রিকশা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের সন্তান মুফতি ক্বাসিমী দীর্ঘ প্রবাসজীবনে ধর্ম, শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও আন্তর্জাতিক মিডিয়ায় শিক্ষক ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৮ বছরেরও বেশি সময় ধরে তিনি নিজ এলাকা উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এর মধ্যে দরিদ্র পরিবারের বিবাহ ও চিকিৎসা খরচ বহন, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সহযোগিতা, দুর্যোগ ও করোনাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ অন্যতম।
ড. মুফতি ক্বাসিমী এবার দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে মাঠে নেমেছেন। তিনি বিশ্বনাথ ও ওসমানীনগরের উন্নয়ন এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।
