দিরাইয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ: ছোট্ট প্রাণ হারানোর আশঙ্কা


দিরাই প্রতিনিধি

সোনার মতো এক ছোট্ট প্রাণ খুঁজে ফিরছে চামটি নদীর স্রোতে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার (১১ অক্টোবর) সকালে দেড় বছরের এক শিশু নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিশুটি শাল্লা উপজেলার সিমের কান্দা গ্রামের রকিবুল ইসলামের কন্যা। জানা গেছে, শিশুর মা সিলেট থেকে দিরাই এসে শাল্লা গামী নৌকায় উঠেছিলেন। নৌকায় ওঠার পর তিনি শিশুকে পাউরুটি খাওয়াচ্ছিলেন। নৌকার জানালার কাছে বসা শিশুটি মা পানি আনতে সরে যাওয়ার সময় জানালার ফাঁক দিয়ে নদীতে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীর প্রবল স্রোত শিশুর অবস্থান চিহ্নিত করতে বাধা সৃষ্টি করছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, “শিশুর ঘটনাটি হৃদয়বিদারক। আমরা ডুবুরি দলের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান অব্যাহত রাখছি। ছোট্ট এই প্রাণকে ফিরিয়ে আনা আমাদের সবার জন্য অপরিহার্য।”

এখন পর্যন্ত শিশুর সন্ধান মেলেনি। এলাকাবাসী উদ্বিগ্ন ও দুঃখিত, এবং সবাই প্রার্থনা করছে, নদীর স্রোত যেন শিশুটিকে নিরাপদে ফিরিয়ে আনে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন