শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকারের প্রতি আহবান
সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের আশ্বাসকৃত ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস. এম. মনোয়ার হোসেন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা ন্যায্য দাবিতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকগণ জাতির আলোকবর্তিকা ও নৈতিক দিশারী। তাঁদের উপর হামলা মানে শিক্ষা, মানবতা ও জাতির ভবিষ্যতের উপর আঘাত।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাঁদের উপর হামলার ঘটনা রাষ্ট্রের নৈতিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে। সরকারের উচিত অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং আহত শিক্ষকদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
তাঁরা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। এজন্য তালামীযে ইসলামিয়া শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানায় এবং তাঁদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানায়।
