শাহপরান থানা ছাত্র জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত


সিলেট প্রতিনিধি

ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহপরান থানা, সিলেট মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাদ এশা স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহপরান থানা ছাত্র জমিয়তের সভাপতি শাইখুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর আইনুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরের সম্মানিত প্রচার সম্পাদক ও ইকরা টিভির উপস্থাপক হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান এবং লেখক ও সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী।

এছাড়া উপস্থিত ছিলেন থানা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সারওয়ার, ২২নং ওয়ার্ড সভাপতি মাশহুদুর রহমান, ২০নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাহমুদ নাইম চৌধুরী, ২২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হাফিজ সিয়াম আহমেদ প্রমুখ।


সভায় বক্তারা বলেন, “ছাত্র জমিয়তের তরুণ কর্মীরা দ্বীনি চেতনায় উজ্জীবিত হয়ে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্বীনি ঐক্য ও দাওয়াহর এই ধারা অব্যাহত থাকলে আগামী প্রজন্ম সঠিক পথে পরিচালিত হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন