বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এম. মাহবুব আলী জহির


বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. এম. মাহবুব আলী জহির।

দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী বুধবার যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে গেলে, তার অনুপস্থিতিতে গত ৭ অক্টোবর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ডা. মাহবুব আলী জহিরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।

মো. গৌছ আলী যুক্তরাজ্য সফর শেষে দেশে না ফেরা পর্যন্ত ডা. মাহবুব আলী জহির বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের নিউহাম ইউনিভার্সিটি অ্যান্ড হাসপাতাল থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এই চিকিৎসক দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ডা. এম. মাহবুব আলী জহির বিশ্বনাথ পৌরসভার কামালপুর গ্রামের মরহুম শেখ করিম বক্স ও মিসেস আফতেরা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ সন্তানের জনক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন